এ সুস্থ দেহ, প্রশস্ত জমিন
হয়তোবা আর কিছুদিন।
এ প্রফুল্লতা, চঞ্চলতা
খুব শীঘ্রই হয়তো
হয়ে যাবে লীন।
পাখিদের গান
অথবা নদীদের তান
হয়তো থেমে যাবে আজ বা কাল।
সূর্যতাপে পুড়ে যাবে দ্রুতই
শীতের মিষ্টি সকাল।
সাগরের তর্জন-গর্জন হয়তো নিরব হবে,
থেমে যাবে ঢেউগুলো।
সাজানো-গোছানো এ জীবন
আচমকা হয়ে যাবে এলোমেলো।
চাঁদের আলোতে ভেজানো হবে না আর দেহ,
মাঝরাতে ঘুম ভেঙে হয়তোবা ডাকবে না কেহ।
স্খলিত তারকার মত
আমিও হারিয়ে যাবো হয়তো।
প্রত্যহ ছোটাছুটি,
জীবিকার পানে ছুটে চলা
এবং নিজ স্বার্থে সত্য-মিথ্যা মিলিয়ে বলা –
পাবো না আর অবকাশ
ক্ষণকালের জন্যেও,
হঠাৎ হয়ে যাবো নাশ,
যখনই আসবে চলে যাওয়ার ডাক,
মিটিয়ে দিয়ে চুক্তি এবং সব অনুরাগ।
চলে আসবে মৃত্যু
হঠাৎ এবং একদমই অপ্রস্তুত অবস্থায়।
থেমে যাবে হৃদযন্ত্র আশা অথবা নিরাশায়।
আমার জন্যে পৃথিবী থমকে যাবে।
না, বরং আমি নিজেই থমকে যাবো,
থেমে যাবো, নিস্তেজ হয়ে যাবো পৃথিবীর ‘পরে।