মনের কথা থাকুক মনে নাইবা জানুক কেউ
সময় হলে বলবো আমি জাগবে যখন ঢেউ।
শেষ নিশীথের সময় হলে তুমি আমায় ডাকো
সেই সে মধুর গোপন ক্ষনে জাগতে পারি নাকো।
তবু তুমি যাও যে ডেকে তিমির বিদায় কালে
সে তোমাকে ভুলেছি আমি ভ্রান্ত প্রেমের চালে।
ধন্য আমি তোমার মত এমন সাথী পেয়ে
যোগ্য হতে তাইতো আমি প্রেম সাগরে নেয়ে।
নিরব সময় সকল ভয় ঝেড়ে ফেলে জাগি
মনের ব্যথা ভুলে যাই শুধুই তোমার লাগি।
প্রেম আলাপন করে চলে একলা আমার মন
তোমার প্রেমে ডুবে যেতে চায় যে সারাক্ষন।
জানি তোমার ভালোবাসা আকাশ থেকে বিশাল
তোমার প্রেমে মজতে আমায় দাওগো কিছুকাল।
এতে আমি মরেও খুশি থাকবো চিরকাল
জেনো শুধু ছিলাম আমি তোমার প্রেমের কাঙ্গাল।
তোমার ডাকে সাড়া দিতে ফের যদি যাই ভুলে
তবু আমায় ক্ষমা করো প্রেম নিওনা তুলে।
মধ্য রাতের সিদ্ধ প্রেমে এই মিনতি রলো
সর্বমনে উঠুক জ্বলে এই প্রেমানলের আলো।
চাঁদ সুরুজের নেই কোন দাম এখন আমার কাছে
তোমার প্রেমে জীবন দেয়ার মূল্য অনেক আছে।
সে কথাটি জুড়িয়ে গেছে হৃদয় ছায়ার ক্রোড়ে
এ জীবনটি কাটুক আমার ভালোবাসার ঘোরে।