এখন রবিউল আউয়াল মাস। প্রসিদ্ধ মতে রাসূলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) জন্ম-ইন্তেকালের মাস। এই বিশেষ মাস উপলক্ষ্যে মিম্বার একটি বিশেষ ম্যাগাজিন প্রকাশ করতে যাচ্ছে- ‘মিম্বার ম্যাগাজিন সীরাত সংখ্যা’। মিম্বার ম্যাগাজিন সীরাত সংখ্যায় আপনিও লিখতে পারবেন।
লিখতে চাইলে কী লিখবেন?
-
রাসূলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) জীবনের যেকোনো ঘটনা নিয়ে লিখতে পারেন।
-
যেকোনো সীরাত গ্রন্থের রিভিউ লিখতে পারেন (যেমন: আর রাহিকুল মাখতুম, সীরাত ইবনে হিশাম)।
-
রাসূলকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) নিবেদিত স্বরচিত কবিতা লিখতে পারেন।
-
সীরাত পাঠের প্রয়োজনীয়তা নিয়ে গল্প, প্রবন্ধ লিখতে পারেন।
-
সীরাত পাঠের অভিজ্ঞতা নিয়ে লিখতে পারেন।
-
বিভিন্ন ভাষা/সাহিত্যে মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে নিয়ে কী কী লিখা হয়েছে সেটা নিয়ে ‘লিটারেচার সার্ভে’ করতে পারেন।
-
সাহাবীদের নবীপ্রেমের গল্পগুলো নিয়ে লিখতে পারেন।
বুঝতেই পারছেন সীরাত সম্পর্কিত যেকোনো কিছু লিখতে পারেন (তবে অবশ্যই তথ্যের সত্যতা যাচাই করে নিতে হবে)।
লেখা জমা দিবেন কিভাবে?
-
গ্রুপে পোস্ট করতে পারেন। (মিম্বার গ্রুপে পোস্ট অপশন খোলা থাকে বিকেল চারটা থেকে রাত বারোটা পর্যন্ত)।
-
অথবা মিম্বারের মেইল এড্রেসে মেইল করতে পারেন।
ই-মেইল ঠিকানা: [email protected]
লেখা পোস্ট কিংবা জমা দেয়ার শেষ তারিখ:
-
০৫ নভেম্বর, ২০২০
কী হ্যাশট্যাগ ব্যবহার করবেন?
-
গ্রুপে পোস্ট করার ক্ষেত্রে লেখার শুরুতে #সীরাত_সংখ্যা এই হ্যাশট্যাগটি ব্যবহার করবেন।
-
ইমেইল করার ক্ষেত্রে সাবজেক্টে সীরাত সংখ্যা লিখে দিবেন।
সবগুলো লেখার মধ্যে নির্বাচিত লেখাগুলো বিশেষ ম্যাগাজিন সীরাত সংখ্যায় স্থান পাবে, ইন শা আল্লাহ।
(আর হ্যাঁ, মিম্বার ম্যাগাজিন- পঞ্চম সংখ্যা খুব শীঘ্রই আসছে, তারপরই আমরা আপনাদের সেরা সীরাত সংক্রান্ত লেখাগুলো নিয়ে সীরাত সংখ্যা প্রকাশ করবো।)
তাহলে শুরু হয়ে যাক সীরাত পাঠ এবং সীরাত নিয়ে লেখাজোঁকা। আপনারা কে কোন সীরাত গ্রন্থ হতে নিয়মিত পড়েন তা কমেন্টে জানাতে পারেন, এতে করে অন্যরাও উপকৃত হবে।